• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের টেস্ট রান ১২ ডিসেম্বর 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৮:১২ পিএম
আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের টেস্ট রান ১২ ডিসেম্বর 

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এনএম সিদ্দিক বলেছেন, “১২ ডিসেম্বর রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক যাত্রা শুরুর লক্ষ্য নিয়ে প্রস্তুত হচ্ছে মেট্রোরেল। রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন এবং স্টেশনের যাবতীয় প্রস্তুতিও শেষ।”

শুক্রবার (৩ ডিসেম্বর) এসব তথ্য জানান এনএম সিদ্দিক।

এনএম সিদ্দিক বলেন, “বিজয়ের মাসে আমরা আগারগাঁও পর্যন্ত পারফরম্যান্স টেস্ট করব, এটা আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম। ১৫ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে করার প্রস্তুতি ছিল আমাদের। তবে ওই সময়টাতে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকার কারণে আমরা এই তারিখ এগিয়ে ১২ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে করার প্রস্তুতি নিয়েছি।”

ওই কর্মকর্তা আরও বলেন, “২০২৩ সালের ডিসেম্বরে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চলাচল করতে পারবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

ডিএমটিসিএল জানিয়েছে, ২০২৪ সাল পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ ছিল। তবে নতুন লক্ষ্য অনুযায়ী ২০২২ সালের জুনের মধ্যেই পুরো মেট্রোরেলের কাজ শেষ করা হতে পারে বলে তারা আশাবাদী। মেট্রোরেল চালু হলে উত্তরা-মতিঝিল রুটে প্রতি ঘণ্টায় ৬০ হাজার ও দিনে ৫ লাখ যাত্রী চলাচল করবে। মোট ১৬টি স্টেশনে থামবে ট্রেনগুলো।
 

Link copied!